শেখ হাসিনা জি আমার অনুপ্রেরণা: প্রিয়াঙ্কা গান্ধী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৬ ২০:০৬:০১


ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘শেখ হাসিনা জির শক্তি ও লড়াই আমার জন্য এক মহান অনুপ্রেরণা।’ রোববার (০৬ অক্টোবর) দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

প্রিয়াঙ্কা ছাড়াও নয়াদিল্লির হোটেল তাজমহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলিঙ্গন করেন প্রিয়াঙ্কা। তিনি তার সেই আবেগঘন ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন। টুইটারে প্রিয়াঙ্কা বলেন, শেখ হাসিনা জির সঙ্গে দেখা ও আলিঙ্গনের জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। তিনি তার ব্যক্তিগত গভীর কষ্ট কাটিয়ে উঠতে শক্তি, সাহস ও অধ্যবসায়ের সঙ্গে যে লড়াই করেছেন, তার সেই শক্তি সর্বদা আমার জন্য এক মহান অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ অক্টোবর চারদিনের সরকারি সফরে ভারতে গেছেন। রোববার তার দেশে ফেরার কথা।
সানবিডি/ঢাকা/এসএস