২ কোম্পানির পরিচালক ও কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৭ ১৬:২১:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের পরিচালক ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফায়জুর রহমান তার কাছে থাকা ৭৯ লাখ ৬০ হাজার ৯০৫টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে তিনি এ শেয়ার বিক্রি করেন। এর আগে তিনি ৩ অক্টোবর শেয়ার বিক্রির ঘোষণা দেন।
এছাড়া প্রাইম ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক রামিসা বিডি লিমিটেড তার কাছে থাকা কোম্পান ২৫ লাখ শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির করেছেন। এর আগে তিনি ৩০ সেপ্টেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দেন।
সানবিডি/এসকেএস