ছাত্রলীগ কখনই অন্যায়কে প্রশ্রয় দেয়নি: ছাত্রলীগ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৭ ১৭:৩৫:০৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) (৭ অক্টোবর) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানান।
জয় বলেন, “ছাত্রলীগ কখনই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বুয়েটের এ ঘটনায় যদি ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বিন্দুমাত্র জড়িত থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাবো, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন।”
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার বরাত দিয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, “কোনো অন্যায়কারীকে ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মী অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলবে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ ও সাধারণ সম্পাদক আসিফ তালুকদারকে নিয়ে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলেছি।”
সানবিডি/ঢাকা/এসএস