অনলাইন প্লাটফর্ম ভি-নেক্সটের উদ্বোধন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৭ ২০:৪৩:১২


‘ভি-নেক্সট’ নামে একটি অনলাইন প্লাটফর্ম চালু করেছে শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশী কোম্পানি ও প্রকল্পগুলোর সঙ্গে চীনসহ অন্যান্য দেশের বিনিয়োকারীদের মধ্যে সংযোগ স্থাপনে এ প্লাটফর্মের উদ্বোধর করা হয়।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন এর উদ্বোধন করেন। এছাড়া ডিএসই’র তৈরীকৃত ডিএসই এসএমই ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ওসামা তাসির। আরো আছেন বিএফপি-বি প্রোগ্রামের টিম লিডার ফয়সাল হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।

এ সময় উপস্থিত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ও নির্বাহী পরিচালকরা, ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার প্রতিনিধিবৃন্দ, চেম্বার প্রতিনিধিরা, বিভিন্ন এসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ, তালিকা এবং অ-তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিরা, মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, ইস্যু ম্যানেজার, অডিটরস, এসএমই সেক্টরের প্রতিনিধিরা৷

সানবিডি/এসকেএস