বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-০৮ ১১:১৮:২৬


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গণভবনে বুধবার বিকাল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফর করেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। অর্জন করেন দুটি সম্মাননা।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যান প্রধানমন্ত্রী। ওই সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাসস।

সানবিডি/ঢাকা/এবিএস