সিটি ব্যাংক ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন মধ্যে চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৮ ১৪:৫৬:৫৮
সিটি ব্যাংক ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সিটি ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই চুক্তির আওতায় সিটি ব্যাংক নির্ধারিত কিছু শাখা ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেলের মাধ্যমে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থসংগ্রহ সুবিধা প্রদান করবে।
সিটি ব্যাংক এর কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট তাহ্্সিন হক এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহম্মদ মজুমদার নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিপত্র হস্তান্তর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের হেড অফিসে আয়োজিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এবিএস