আবরার হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্তের নাম আসামির তালিকায় নেই: রিজভী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৮ ১৬:১৯:৫২


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ১৯ আসামির মধ্যে অন্যতম অভিযুক্তের নাম নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আবরার হত্যার ঘটনায় সোমবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় আসামি হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। রহস্যজনকভাবে ১৯ জনের মধ্যে অন্যতম অভিযুক্তের নাম নেই। শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুম তথা টর্চার সেলটি কার? তাকে বাঁচাতে বুয়েট প্রশাসন উঠেপড়ে লেগেছে।’
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্লজ্জ বুয়েট প্রশাসন এই হত্যাকাণ্ডকে সামান্য অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে বিবৃতি দিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘তারা খুনিদের আড়াল করতে সিসিটিভিতে ধারণ করা ২০ মিনিটের ভিডিও এডিট করে মাত্র দেড় মিনিটের একটি ক্লিপ দিয়েছে আন্দোলনরত ছাত্রদের।’
সারাদেশের সাধারণ ছাত্রসমাজ ফুঁসে উঠেছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আবরারের খুনিদের বিচারের দাবিতে ছাত্রদের আন্দোলন এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের সাধারণ ছাত্রসমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, এই মৃত্যু উপত্যকাকে শান্তিময় করতে রাজপথে এখনই নেমে আসতে হবে।’
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে, দেশের মাটি, পানি রক্ষার যুদ্ধে প্রথম শহীদ আবরার বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘ফেনী নদীর নাম হোক ‘আবরার নদী’। ক্ষমতাসীন সরকারের মাটি বিক্রি, পানি বিক্রি, দেশ বিক্রির অমানবিক নষ্টবুদ্ধির বিরুদ্ধে সবাইকে মৃত্যুপণ যুদ্ধে অবতীর্ণ হতে হবে।’
সানবিডি/ঢাকা/এসএস