অনির্দিষ্টকালের জন্য বন্ধ আলহাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-০৯ ১০:৫৬:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলহাজ্ব টেক্সটাইল মিলসের কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সুতা বিক্রিতে বাজার পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ার কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনির্দিষ্ট সময়ের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ শ্রম আইনের ১৬(৭) ও ২০(২)(KA) ধারা অনুযায়ী কারখানার কর্মী ও শ্রমিক ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুতা বিক্রিতে বাজার পরিস্থিতির কোনো উন্নতি কোম্পানিটির কারখানা পুনরায় চালু করা হবে।
সানবিডি/এসকেএস