বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আল্টিমেটাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৯ ১১:৩৬:৩৬


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা নতুন করে ১০ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে তারা আসছে ১৫ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক কার্যক্রমসহ সব ছাত্র সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধকরণের দাবি জানিয়েছেন।

বুধবার (০৯ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসে তারা সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের জন্য অস্বস্তিতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। তাই এ কার্যক্রম নিষিদ্ধ করা হোক। নয়তো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সানবিডি/ঢাকা/এবিএস