ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৯ ১৩:১৩:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে। পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১৭ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ১০ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।

সানবিডি/এসকেএস