বকশিবাজার-পলাশী সড়ক অবরোধ করে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৯ ১৪:০৫:২০


আবরার ফাহাদ হত্যার ঘটনায় পলাশী থেকে বকশিবাজার পর্যন্ত বুয়েটের ভেতর দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টার পর থেকে যান চলাচল বন্ধ করে বুয়েটের শহীদ মিনার সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন তারা।

এর আগে পুরো ক্যাম্পাসে মিছিল করে শহীদ মিনারে এসে শিক্ষার্থীরা জড়ো হন।

এ ছাড়া পলাশী-বকশিবাজার প্রান্তের প্রবেশমুখে শিক্ষার্থীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। প্রবেশমুখগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এতে করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স চলতে দেওয়া হচ্ছে।

এদিকে সকাল ১১টায় নতুন করে ১০ দফা দাবি জানান বুয়েট শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রশাসনের জবাবদিহি, বিগত নির্যাতনের বিচার, নিরাপত্তা নিশ্চিত ও ১১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে প্রভোস্ট প্রত্যাহারের দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো একাডেমিক কাজ চলবে না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। রবিবার মধ্যরাতে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার বুয়েট ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

ফাহাদ হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে গতকাল রাতে চকবাজার থানায় মামলা করেছেন তার বাবা বরকতুল্লাহ। এ ঘটনায় তদন্ত কমিটি ও চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুয়েট শাখার ১১ জন নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ফেনী নদীর পানি বণ্টন ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

সানবিডি/ঢাকা/এসআই