ফতুল্লায় স্টিল মিলে চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-০৯ ১৪:৩৯:৪০
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে নিউ ঢাকা মর্নিং স্টিল মিলে চুল্লি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের আইসিইউতে রেখেছেন। মঙ্গলবার সকালে লোহা গলানোর চুল্লিতে এই বিস্ফোরণ ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন, হাবিব, আবদুর রহিম ও সোহাগ। তাদের প্রত্যেকের বয়স ৪০-৪৫ বছর। ম্যানেজার জহিরুল ইসলাম জানান, কারখানার চুল্লির সামনে ময়লা জমলে তা পরিষ্কার করতে হয়। শ্রমিকরা তা পরিষ্কার না করে কাজ করছিল। সকাল ১০টায় আগুনের গোলা তাদের ওপর এসে পড়ে। এতে তিন শ্রমিকের শরীরের প্রায় ৪০-৪৫ অংশ দগ্ধ হয়।
তিনি আরও জানান, আহতদের আইসিইউতে রাখা হয়েছে। তারা দ্রুত সুস্থ হোক, সে জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি।
এদিকে হাসপাতালের একটি সূত্র জানায়, তিন শ্রমিকের প্রায় ৮০ ভাগ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা খুবই গুরুতর।
সানবিডি/ঢাকা/এসএস