জেড ক্যাটাগরিতে নেমে আরএন স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৯ ১৭:২১:৪৬
‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের আরএন স্পিনিং মিলস লিমিটেড। আগামীকাল ১০ অক্টোবর থেকে আরএন স্পিনিংয়ের শেয়ার ‘জেড’ ক্যাটাগরির আওতায় লেনদেন হবে। ছয় মাসের বেশি উৎপাদন বন্ধ থাকায় ‘এ’ ক্যাটাগরি থেকে ছিটকে জেড ক্যটাগরিতে নেমে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেড ক্যাটাগরিতে থাকাকালীন এ কোম্পানির শেয়ার লেনদেনে কোন মার্জিন সুবিধা পাওয়া যাবে না। এছাড়া শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়ও লাগবে ১০ কার্যদিবস।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ভয়াবহ অগ্নিকান্ডে আরএন স্পিনিং মিলসের ফ্যাক্টরীর সব লন্ড-ভন্ড হয়ে যায়। একেবারে ফ্যাক্টরীর মেশিন থেকে শুরু করে কাঁচামাল, সুতা, প্লান্ট, বিল্ডিং সবকিছুই পুড়ে ব্যবহার অনুপোযোগী হয়ে যায়। এখন কোম্পানির ফ্যাক্টরীতে পুন:জীবন দান করতে আরএন স্পিনিংয়ের সময় লাগবে দুই বছর। এই দুই বছরের মধ্যে কোম্পানিটি বিল্ডিং পুন:নিমার্ণ, উৎপাদনে যাওয়ার জন্য নতুন মেশিনারিজ আনার ব্যবস্থা করবে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটলমেন্ট অব ট্রানজেকশন) রেগুলেশনস,২০১৩ অনুযায়ী ছয় মাস উৎপাদনে না থাকলে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়।
সানবিডি/এসকেএস