সিটি আলো নারী উদ্যোক্তা মেলা শেষ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১০ ১৬:২৭:৫৫


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী সিটি আলো নারী উদ্যোক্তা মেলা-২০১৯। এ সময় আয়োজকেরা জানান, তাঁরা সব সময় নারীদের কাজের সঙ্গে থাকতে চান।

গত শনিবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের শান্তা স্কাইমার্কে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং অ্যান্ড মাইক্রোসফটপ্রধান শেখ মোহাম্মদ মারুফ। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব সিটি আলো ওম্যান ব্যাংকিং মারিয়াম জাবেদ জুহি, হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দারসহ অন্যান্যরা।

নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন শেষে শেখ মোহাম্মদ মারুফ বলেন, বাংলাদেশের নারীদের নিয়ে কাজ করছে সিটি ব্যাংক এবং এসএমই নারীদের জন্য সব থেকে বড় প্ল্যাটফর্ম এসএমই। সিটি ব্যাংকের সব শাখায় নারীদের জন্য আছে বিশেষ সুবিধা। তিনি বলেন, আমরা নারীদের জন্য কাজ করতে চাই। সিটি আলো এবং সিটি ব্যাংক সব সময় নারীদের পাশে থাকবে। আর দেশের পণ্য নিয়ে কাজ করে নারীরা হবেন স্বাবলম্বী।

এ সময় সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব সিটি আলো ওম্যান ব্যংকিং মারিয়াম জাবেদ জুথি বলেন, দুই দিনব্যাপী এ মেলায় ৪০ জন উদ্যোক্তা তাঁদের পণ্যের পসরা সাজিয়েছেন। এর মধ্যে ছিল সুমিস কিচেন, দ্য কিচেন স্টোরি, মাওয়া ক্লোদিং, আঞ্জুম দ্য আর্ট অব জুয়েলারি, গয়নার বাক্স, লেডিস ওয়ার্ল্ড প্রভৃতি। নিজ নিজ স্টলে দেশীয় পণ্য শোভা পাচ্ছে। আমরা সত্যিই এমন নারী উদ্যোক্তাদের জন্য আনন্দিত, গর্বিত। পরে আয়োজকেরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সানবিডি/ঢাকা/এসএস