মঙ্গল গ্রহে মরূদ্যান সন্ধান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১০ ১৬:৩৪:২৮
মঙ্গল গ্রহে মরূদ্যানের সন্ধান পেয়েছে নাসা। এর মাধ্যমে আবারও প্রমাণ মিলেছে, লাল গ্রহটিতে পানি আছে।
আর্থ স্কাই জানায়, গ্রহটিতে মরূদ্যানটির খোঁজ দিয়েছে নাসার একটি কিউরিসিটি রোভার। মরূদ্যানটির সন্ধান পাওয়ার পর নাসার ধারণা, প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে কোনো জলাশয় ছিল।
মঙ্গলগ্রহে ১৫০ কিলোমিটার চওড়া একটি বেসিনে ২০১২ সাল থেকে কাজ করছে রোভারটি । গ্যালে ক্রাটার নামে ওই বেসিনটি মঙ্গলের বৃহত্ মাপের জলাশয় হিসেবে চিহ্নিত করেছে নাসা।
এর আগে লাল ওই গ্রহটিতে বরফ আছে বলে জানিয়েছে নাসার পাঠানো যান কিউরিসিটি।
মঙ্গল গ্রহ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বহু বছর ধরেই। নানা সময়ে সেখানে এলিয়েন (অন্য গ্রহের প্রাণী) থাকার দাবিও ওঠে। তবে বিজ্ঞানের যুক্তির সামনে সেগুলো টেকেনি।
কিন্তু নাসার কিউরিসিটির অনুসন্ধানে দেখা গিয়েছে নতুন সম্ভাবনা, জুনে নাসার কিউরিসিটি নতুন একটি বার্তা পাঠায়। তাতে বলা হয়, মঙ্গলের পৃষ্ঠে উচ্চমাত্রায় মিথেন গ্যাস পাওয়া গেছে। যার অর্থ গ্রহটিতে হয়তো কয়েক’শ বছর আগেই প্রাণ ছিল।
নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহটিতে মিথেন পাওয়ার ঘটনাটি বেশ গুরুত্বপূর্ণ। সাধারণত এই গ্যাসটি প্রাণীর দেহাবশেষ থেকেই তৈরি হয়। পৃথিবীতে মিথেন গ্যাসের উৎস সেটাই।
সানবিডি/ঢাকা/এসআই