কিশোরগঞ্জ-ময়মনসিংহ রোডে বগি লাইনচ্যুতে ট্রেন চলাচল বন্ধ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-১২ ১০:৩১:৩০


সার বোঝাই একটি মালবাহী ট্রেনের বগি কিশোরগঞ্জে লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান বিশ্বাস বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সার বোঝাই মালবাহী একটি ট্রেন কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় আসলে একটি বগি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আনা হচ্ছে বলেও তিনি জানান।

সানবিডি/ঢাকা/এসআই