জাতিসংঘের ইএসক্যাপের সভাপতি হলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-১২ ১১:২১:৫০
পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন জাতিসংঘের এসকাপের জ্বালানি বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এসকাপের জ্বালানি বিষয়ক কমিটির ২য় অধিবেশনে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘের এসডিজি গোল বাস্তবায়নের লক্ষ্যে এসকাপ মিনিস্টারিয়াল ডিক্লেয়ারেশন এর অংশ হিসেবে এই কমিটি গঠিত হয়। সদস্য দেশ সমূহের মধ্যে জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এই কমিটির উদ্দেশ্য। কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে এবং শ্রীলংকার জ্বালানি উপমন্ত্রী মি. অজিত পি পেরেরা।
প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন তাঁর স্থলাভিষিক্ত হলেন। এই কমিটির মেয়াদ ২ বছর। কমিটির ৪ জন সহ সভাপতি হলেন চীনের আন্তর্জাতিক সহযোগিতা অধিদপ্তরের উপ মহাপরিচালক ফেংগুআন এন, রাশিয়ান ফেডারেশনের আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের উপপ্রধান টালিয়াট আলিভ, থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারী সারাউয়াট কেউটাথিপ এবং তুবালুর পাবলিক ইউলিটি এন্ড ইনফ্রাসট্রাকচার মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী এভাপোয়া ইরাটা , ৫৫ টি সদস্য রাষ্ট্র, ৯ টি সহযোগী সদস্য, ২২টি পার্মানেন্ট অভজার্বার এবং ২৪ টি আন্তরাষ্ট্রীয় সংস্থা নিয়ে এই কমিটি গঠিত।
প্রকৌশলী মোহাম্মদ হোসাইন চাঁদপুর জেলার হাজিগন্জ উপজেলার একজন কৃতি সন্তান।
সানবিডি/ঢাকা/এসআই