কৃষক অ্যাপস: লাভবান হবে কৃষক

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-১২ ১২:৩২:০৭


সরকারি গুদামে ধান-চাল-গম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে। অচিরেই ডিজিটাল পদ্ধতিতে অভ্যন্তরীণ শস্য কেনাকাটা চালু করা হবে বলে জানা গেছে। এ পদক্ষেপ অনুযায়ী, ধান-চাল-গম সংগ্রহ অভিযানে ‘কৃষক অ্যাপস’ চালু করতে যাচ্ছে খাদ্য অধিদফতর। এর ফলে তালিকাভুক্ত যে কোনো কৃষক অ্যাপসে প্রবেশ করে জমির পরিমাণ, ফসলের নাম এবং সেই ফসল কী পরিমাণে বিক্রি করতে চান তা জানাতে পারবেন।

শস্য বিক্রির টাকা সরাসরি চলে যাবে কৃষকের অ্যাকাউন্টে। কৃষক সম্প্রদায়ের আবেদনগুলো লটারির মাধ্যমে চূড়ান্ত করবে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি। কী পরিমাণ শস্য কেনা হবে তা জানিয়ে দেয়া হবে মনোনীত কৃষককে এসএমএসের মাধ্যমে। জমির পরিমাণের তুলনায় বেশি ধান বিক্রি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এজন্য দুর্নীতির মামলা মোকাবেলা করতে হবে সংশ্লিষ্ট কৃষককে।

বলার অপেক্ষা রাখে না, উপরোল্লিখিত পদ্ধতিতে ধান-চাল-গম কেনা হলে পুরো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। সরকারি গুদামে খাদ্যশস্য দিতে কৃষকদের আর মধ্যস্বত্বভোগী, রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালীদের পিছু নিতে হবে না। আমরা সবাই জানি, খাদ্যশস্যের বর্তমান ক্রয় পদ্ধতিতে প্রকৃত কৃষকরা তাদের ধান-চাল-গম ন্যায্যমূল্যে সরকারের কাছে বিক্রি করতে পারে না।

প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব ও মধ্যস্বত্বভোগীরাই এই ক্রয় পদ্ধতিতে বেশি লাভবান হয়ে থাকেন। ডিজিটাল পদ্ধতিতে এ অনিয়মের অবসান ঘটবে বলা যায়। এ পদ্ধতিতে কৃষকদেরও দুর্নীতি করার সুযোগ থাকছে না, কারণ কোনো কৃষক জমির পরিমাণের তুলনায় বেশি ধান বিক্রি করলে সরকারি অর্থ আদায়ের জন্য তার বিরুদ্ধে মামলা করা হবে। অর্থাৎ দেখা যাচ্ছে, ‘কৃষক অ্যাপসে’র মাধ্যমে খাদ্যশস্য কেনাকাটায় একটা চেক অ্যান্ড ব্যালান্স থাকবে, যা সরকার ও কৃষক উভয়পক্ষের দুর্নীতি রোধে সহায়ক হবে।

‘কৃষক অ্যাপস’ চালু হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি আমরা। খাদ্য অধিদফতর এর মধ্যেই ‘কৃষক অ্যাপসে’র প্রস্তাব পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়ে। আমরা আশা করব, অনতিবিলম্বে মন্ত্রণালয় এ প্রস্তাবে অনুমোদন দেবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এরই মধ্যে অ্যাপস তৈরির কাজ শেষ করেছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ধানের মৌসুম থেকেই ‘কৃষক অ্যাপস’ চালু হবে বলে আমাদের প্রত্যাশা। কৃষক সমাজ প্রতি বছর তাদের খাদ্যশস্য নিয়ে যে বিপাকে পড়ে থাকে, তার দ্রুত অবসান হওয়া উচিত।
সানবিডি/ঢাকা/এসএস