সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ন্যাশনাল টিউবস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১২ ১২:৫৫:৪৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯ লাখ ৪০ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৯৪ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের  ৫ লাখ ৪২ হাজার ৬৯১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে ওয়াটা কেমিক্যালসের ৫ লাখ ২২ হাজার ১৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৯২ লাখ ৭১ হাজার টাকা।

লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিরা হলো- সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, মুন্নু জুট স্ট্যাফলার্স, এটলাস বাংলাদেশ, বিকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও স্ট্যাইল ক্রাফট।

সানবিডি/এসকেএস