এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৩ ১৬:১১:২৮
এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে শনিবার সকালে বরিশালে শুরু হল এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর বিএম কলেজ রোডের কম্পিউটার কাউন্সিলে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) এসএমই ফাউন্ডেশন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মূলত ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে কিভাবে উদ্যোক্তারা পণ্য বিক্রি করবেন এবং প্রসার ঘটাবেন সে সম্পর্কে বিস্তারিত জানাতেই এ প্রশিক্ষণের আয়োজন। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করছেন।
এর আগে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুওে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৮টি বিভাগীয় ও জেলা শহরে ২০ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ই মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।
সানবিডি/ঢাকা/এবিএস