ফর্ম টিকিয়ে রাখবে বিপিএল: মিসবাহ

আপডেট: ২০১৫-১১-২০ ২০:৩৭:০২


2015_07_05_06_27_39_E5nbgRvpl0OKrzOBO0mHWzdyp4pwIi_originalবাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। এবার রংপুর রাইডার্সের নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডের নেতৃত্বাধীন দলের হয়েই মাঠ মাতাবেন পাকিস্তানি এই ক্রিকেটার।

বিপিএলে অংশ নেয়া সম্পর্কে মিসবাহ-উল-হক বলেছেন, কখন অবসর নিব সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখনও অনেক সময় আছে। বিপিএল আমার ফর্ম ধরে রাখতে সাহায্য করবে। যখন আপনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবেন তখন আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আপনি ফিটনেস ধরে রাখতে পারবেন।

৪১ বছর বয়সী মিসবাহ-উল-হক পাকিস্তানের হয়ে এখন শুধু টেস্ট ক্রিকেট খেলেন। এবারের বিশ্বকাপের পরই তিনি ওডিআই ক্রিকেট থেকে অবসর নেন। আর ২০১২ সালে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ