বিডিনিউজ টোয়েন্টিফোরে বিনিয়োগ করছে এলআর গ্লোবাল
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-১০-১৩ ২০:০১:০৬
সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেড বড় ধরণের বিনিয়োগ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। প্রতিষ্ঠানটিতে তারা ৫০ কোটি টাকা বিনিয়োগ করছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “গত ১৩ বছরের চেষ্টায় সংবাদসেবার যে ধারা-প্রকৃতি আমরা গড়ে তুলেছি, তাকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার রসদ যোগাবে এই বিনিয়োগ।
“আমাদের ব্র্যান্ড, আমাদের কোম্পানি এবং সর্বোপরি আমাদের প্রতিশ্রুতিশীল ও মেধাবী কর্মীবাহিনী, যাদের মধ্যে কেউ কেউ সংবাদ পেশাজীবী হিসেবে দেশসেরা, আমাদের সবার জন্যই এটা বিরাট এক আস্থার প্রকাশ।”
এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামএলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামএলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম গত সপ্তাহে ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারেন।
তিনি বলেন, “আমাদের এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক কারণ তৌফিক ইমরোজ খালিদী এবং তার গড়ে তোলা ব্র্যান্ড, যার পেছনে রয়েছে আদর্শ, সততা ও কনটেন্টের মান বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় সংকল্প এবং অত্যন্ত সীমিত পুঁজি নিয়ে পাঠকের আস্থা ধরে রেখে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা।
“সেই সঙ্গে অবশ্যই আমরা এই ব্র্যান্ডের দৃঢ় ভিত্তি, দেশ ও দেশের বাইরে এর কোটি পাঠকের বিশাল ব্যাপ্তি এবং ভবিষ্যতের সম্ভাবনার জায়গাগুলো বিবেচনা করেছি।”
বিনিয়োগ ও আর্থিক সেবার ক্ষেত্রে রিয়াজ ইসলামের কাজের অভিজ্ঞতা ৩০ বছরের বেশি। এর মধ্যে ২০ বছর তিনি কাজ করেছেন নিউ ইয়র্কভিত্তিক সিটিগ্রুপের হয়ে, দশ বছর ধরে আছেন এলআর গ্লোবালে। সিটি গ্রুপের শেষ ১২ বছর তিনি ছিলেন সিটি ফিক্সড ইনকাম অলটারনেটিভসের প্রধান নির্বাহী ও উর্ধ্বতন ব্যবস্থাপনা পরিচালক।
আর্থিক সেবা খাতে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির ৫০ বিলিয়ন ডলারের সম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা রয়েছে কর্নেল ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়া রিয়াজ ইসলামের।
অটোমেশন আর কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক বিস্তারের এই সময়ে দ্রুততম সময়ে মানসম্মত নিউজ কনটেন্ট প্রকাশ ও পরিবেশনার দিকে ইংগিত করে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ৩০ বছরের অভিজ্ঞতায় আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত কোম্পানি খুব বেশি দেখিনি, যারা এই দ্বিতীয় যন্ত্রযুগে এত বিপুল সম্ভাবনা ধারণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিজিটাল প্ল্যাটফর্মের রয়েছে অপার সম্ভাবনা।”
সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম;প্রকাশ ১৩ অক্টোবর,২০১৯