কাল বিনিয়োগকারীদের বিক্ষোভ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৪ ১৫:৫১:০৯


শেয়ারবাজারে লাগাতার দরপতনের প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করবেন বিনিয়োগকারীরা। এছাড়া বিক্ষোভের পর ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ঘেরাও করার কর্মসূচী দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

আজ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লাগাতার দরপতনে বিনিয়োগকারীরা নি:স্ব হয়ে পড়ছেন। কিন্তু নীতি নির্ধারণী মহল দৃশ্যত কোন দায়িত্ব পালন করছে না। বিনিয়োগকারীরা ডিএসই’র সামনে প্রতিবাদ জানালে ডিএসই কর্তৃপক্ষ থানায় জিডি করে রেখেছে। যে কারণে পুলিশ বিনিয়োগকারীদের প্রতিবাদ জানাতে দিচ্ছে না। কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেলে কিছু করার থাকে না।

আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিনিয়োগকারীরা ডিএসই’র সামনে বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানাবে। এরপর বিনিয়োগকারীদের সঙ্গে আইসিবি ঘেরাও করা হবে বলে জানান তিনি।

সানবিডি/ঢাকা/এবিএস