প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে মাই ক্যাশের চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৪ ১৮:৪৫:৫৫


মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সঙ্গে মাই ক্যাশের চুক্তি সই হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) প্রিমিয়ার ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ার সেলেঙ্গারে মাই ক্যাশ গ্লোবাল অপারেশন কার্যালয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং মাই ক্যাশ অনলাইন এসইএনডি.বিএইচডি এর মধ্যে ফিনটেক সহযোগিতার জন্য একটি চুক্তি সই হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল করিম (এফসিএমএ) এবং মাই ক্যাশ অনলাইন এসইএনডি.বিএইচডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তি সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরামর্শক রাষ্ট্রদূত নাজিমুল্লাহ চৌধুরী এবং মাই ক্যাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সানবিডি/ঢাকা/এসআই