ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ফান্ডের রূপান্তর ইস্যুতে ২১ তারিখের মধ্যে এলআর গ্লোবালের মতামত চায় ট্রাস্টি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-১০-১৫ ০৯:৩৭:৫৪


পুঁজিবাজারের তালিকাভুক্ত মেয়াদি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডেকে রূপান্তরেরে ইস্যুতে সম্পদ ব্যবস্থাপকের মতামত চেয়েছে ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে মামত জানানোর জন্য এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে চিঠি দিয়েছে বিজিআইসি।

সূত্র মতে,তিন-চতুর্থাংশের ইউনিটহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে ফান্ডটিকে বেমেয়াদিতে রূপান্তরের কথা বলা হয়েছে। এজন্য কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে ট্রাস্টি।তাদের কাছ থেকে মতামত পাওয়ার পর ইউনিটহোল্ডারদের সভা আহ্বানের উদ্যোগ নেবে ফান্ডটির ট্রাস্টি বিজিআইসি।

জানতে চাইলে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, ডিবিএইচ ফান্ডের রূপান্তরের বিষয়ে কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ দেয়া হয়েছে, সে বিষয়টি আমরা সম্পদ ব্যবস্থাপককে অবগত করতে চিঠি দিয়েছি। তাছাড়া প্রসপেক্টাস ও এজেন্ডা নির্ধারণের জন্য সম্পদ ব্যবস্থাপকের সহায়তা প্রয়োজন। এজন্য এ মাসের ২১ তারিখের মধ্যে এলআর গ্লোবালকে তাদের মতামত দিতে বলা হয়েছে। তাদের মতামত পাওয়ার পরই আমরা ইউনিটহোল্ডারদের সভা আহ্বানের উদ্যোগ নেব।

এলআর গ্লোবাল যেহেতু এরই মধ্যে ফান্ডের মেয়াদ বাড়িয়েছে, সেহেতু ফান্ডের রূপান্তর ইস্যুতে সহযোগিতা না করলে সেক্ষেত্রে কী হবে জানতে চাইলে আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, তখন আমরা বিধি অনুযায়ী আমাদের যা দায়িত্ব সেটি পালন করব।

প্রসঙ্গত, এ বছরের ২৩ আগস্ট সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ছয় মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছরের জন্য বাড়ানো হয়। মেয়াদ বাড়ানোর পর ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৮ দশমিক ৪২ শতাংশ ইউনিটহোল্ডারের পক্ষ থেকে ফান্ডটিকে বেমেয়াদিতে রূপান্তরের জন্য ইউনিটহোল্ডার সভা আহ্বানের জন্য ট্রাস্টির কাছে চিঠি পাঠানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাস্টি কমিশনের কাছে করণীয় জানতে চেয়ে চিঠি পাঠায়। ট্রাস্টির চিঠির জবাবে কমিশন থেকে বিদ্যমান বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়।