লভ্যাংশ দিতে বাঁধা নেই ৪৬ কোম্পানির

:: প্রকাশ: ২০১৯-১০-১৬ ০৯:১১:৩৭


সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুখবর আসলো বিনিয়োগকারীদের জন্য। লভ্যাংশ দিতে পারবে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪৬টি কোম্পানি, যাদের উদ্যোক্ততাদের নেই নূন্যতম ৩০ শতাংশ শেয়ার। বিষয়টি নিয়ে মতিঝিল পাড়ায় আলাপ চলছে ব্যপক। তবে বোনস নয়, দিতে হবে নগদ লভ্যাংশ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চলতি বছরের ২১ মে জারি করা এক আদেশ নিয়ে ভিভ্রান্তিতে পড়ে কমিশন। সঙ্কা দেখা দেয় উদ্যোক্তাদের মধ্যে। লভ্যাংশ দিতে পারবে কী পারবে না। পরে বিষয়টি পরিস্কার করার জন্য কমিশন আরেকটি নির্দেশনা জারি করে। সঙ্কা কাটে সব মহলে। তবে আলোচনা থেকে যায় মতিঝিল পাড়ায়।

বিএসইসি তার নির্দেশনায় বলেছে, যে পরিচালকদের নূন্যতম ২ শতাংশ শেয়ার নেই অথবা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার নেই, তারা কোন বোনাস লভ্যাংশ দিতে পারবে না। তবে নগদ লভ্যাংশ দিতে কোন বাঁধা নেই।

৩০ শতাংশ শেয়ার না থাকা ৪৬ কোম্পানি:

ইনটেক,ফ্যামিলি টেক্স,ইউনাইটেড এয়ার,ফাইন ফুডস,ফুওয়াং সিরামিকস,ফুওয়াং ফুডস,অগ্নি সিস্টেম, সুহৃদ,একটিভ ফাইন কেমিক্যাল,আল-হাজ্ব টেক্স,বেক্সিমকো ফার্মা,ফাস ফাইন্যান্স,জেনারেশন নেক্সট ফ্যাশন,মিথুন নিটিং,ডেল্টা স্পিনিং,বারাকা পাওয়ার,মেঘনা লাইফ,বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স,বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্টে, অ্যাপোলো ইস্পাত,অলিম্পিক এক্সেসরিজ,দুলা মিয়া কটন,নর্দান জুট,ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক,সেলভো কেমিক্যাল,কে এন্ড কিউ,ফার্মা এইডস,উত্তরা ব্যাংক,পিপলস ইন্সুরেন্স,এপেক্স ফুড,সেন্ট্রাল ফার্মা,মেট্রো স্পিনিং,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ,কন্টিনেন্টাল ইন্সুরেন্স,বেলিজিং,ম্যাকসন স্পিনিং, বিডি থাই,আফতাব অটো,এমারেল্ড অয়েল, স্ট্যান্ডার্ড সিরামিক,পপুলার লাইফ,তাল্লু স্পিনিং, এবি ব্যাংক,ইমাম বাটন,কনফিডেন্স সিমেন্ট,পূবালী ব্যাংক লিমিটেড।