স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৫ ১১:১১:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৪ অক্টোবর থেকে কোম্পানিটির কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এর আগে গত ৭ আগস্ট থেকে কোম্পানিটির কারখানার আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
সে অনুযায়ী গত ১৪ আগস্ট থেকে দুই মাসের জন্য কোম্পানিটির কারখানার আংশিক অংশ রাখা হয়। যা অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে এর আগেই কোম্পানিটির কারখানার ওই অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
সানবিডি/এসকেএস