সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার কিনবে প্রাইম ইসলামী লাইফ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৩:২১:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ইসলামী সিকিউরিটিজের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানের ১ কোটি ৪০ লাখ শেয়ার কিনবে। কোম্পানিটি ১০ টাকা মূল্যে সহযোগী প্রতিষ্ঠানের ১ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার কিনবে। এর মাধ্যমে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স প্রাইম ইসলামী সিকিউরিটিজের ৬৫ শতাংশ শেয়ার ধারণ করবে। প্রাইম ইসলামী সিকিউরিটিজ রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি, ফার্মস, ঢাকা স্টক ব্রোকারেজ ফাংশন, ফান্ড ম্যানেজম্যান্ট ও অন্যান্য ব্যবসার সাথে নিবন্ধিত।
সানবিডি/এসকেএস