আইসিবির বিনিয়োগের খবরে উত্থানে ফিরলো পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৫:১১:৫২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগের খবরে টানা ৬ কারদিবস পতনের পর উত্থানে ফিরলো বাজার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১১টির, দর কমেছে ২৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

ডিএসইতে আজ ৩২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৯ কোটি ৮৯ টাকার। অর্থাৎ আজ ডিএসইতে লেনদেন ২৮ কোটি ১৬ লাখ টাকা বেশি হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫১ পয়েন্টে।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৯টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। আজ ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস