বুয়েটে মাঠ পর্যায়ের আন্দোলন বন্ধ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৮:০৮:৪৪


বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের মাঠ পর্যায়ের আন্দোলন বন্ধ ঘোষণা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে তারা সন্তুষ্ট। তারা বলেন, আগামীকাল থেকে তাদের মাঠ পর্যায়ের আন্দোলন বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়া তারা আগামীকাল একটি গণশপথ নেবেন, যেখানে তাদের সঙ্গে শিক্ষকরাও থাকবেন।

শিক্ষার্থীরা আরো বলেন, আববরার হত্যা মামলায় চার্জশিটে যারা অভিযুক্ত হবে, তাদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক কার্যকমে অংশ নেবে না।

বিস্তারিত আসছে…