রাবিতে ‘স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ প্রশাসন’র অপসারণের দাবিতে মানববন্ধন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৮:০৪:২৯
‘স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের অপসারণের দাবিতে চতুর্থ দিনের মত ‘দুর্নীতিবিরোধী শিক্ষকসমাজ’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হক বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সেমিনারে ‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করেছেন। অন্যদিকে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরি মো. জাকারিয়ার একটি ফোনালাপ ফাঁস হয়েছে যেখানে তিনি চাকরি প্রত্যাশীর স্ত্রীর কাছে সরাসরি টাকা দাবি করেছেন। এসব ঘটনায় শিক্ষক হিসেবে আমরা লজ্জিত ও বিব্রত। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।
মানববন্ধন শেষে শিক্ষকদের একটি র্যালী ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সানবিডি/ঢাকা/এবিএস