ফোর পি লেবানন এ আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের ৪ টি স্টল

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-১৬ ১৬:১১:২১


ফোর পি নামের আন্তর্জাতিক ট্রেড ফেয়ার-২০১৯ মেলা ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।

লেবানন এর ঐতিহাসিক রাজধানি নগরী বৈরুতে সীসাইড এরিনা কনভেনশন সেন্টারে বসছে বিশ্বের পেপার, প্রিন্টং, প্যাকেজিং এন্ড পেলাস্টিক এর আন্তর্জাতিক মেলা। ফোর পিআন্তর্জাতিক ট্রেড ফেয়ার ২০১৯ নামের এ মেলা ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।
এই মেলার উদ্ভোদন করেন লেবানন এর মিনিস্টার অব ইন্ডাস্ট্রির ওয়ায়েল আবু ফাওউর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, উদ্ভোদনী শেষে বাংলাদেশের প্রতিটি স্টল ঘুরে মাননীয় মন্ত্রী বাংলাদেশের পেপার প্রডাক্ট এর ভুয়াসি প্রশাংসা করেন।

মেলায় অংশ গ্রহণ কারি প্রতিষ্ঠান কেপিসি কাপ ইন্ডাস্ট্রি এবং বসুন্ধরা গ্রুপ মেলার প্রথম দিন ব্যপক সারা পেয়েছেন বলে বাংলাদেশের নিযুক্ত লোকাল অরগানাইজার জনাব সাদিক খান কে অবিহিত করেন। মেলার প্রথম দিন কেপিসি পেপার কাপ সৌদিআরব, সাইপ্রাস এবং জর্দানের ক্রেতার কনফার্ম সংগ্রহ করেন।

এই মেলায় বাংলাদেশসহ সবমিলিয়ে ১৩টি দেশ অংশগ্রহণ করে। এই মেলটি বাংলাদেশের পেপার প্রডাক্ট এক সম্ভাবনার দরজা খুলে দিবে বলে মনে করেন কেপিসি কাপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান।

সানবিডি/ঢাকা/এসএস