‘আইনের মাধ্যমে দরিদ্র তৈরী করছি’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৬ ১৮:৫৩:৩১
প্রচুর অন্যায় এদেশে গেঁড়ে বসে আছে বলে আক্ষেপ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, আমরা আইনের মাধ্যমে প্রতি নিয়ত দরিদ্র তৈরী করছি। অন্যায়গুলো দুর না করা পর্যন্ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করছি।
বুধবার দুপুরে পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এসডিজি নিয়ে এক কর্মশালার উদ্বোধনীতে এই মন্তব্য করেন। পরিসংখ্যান সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো. নজিবুর রহমান, এসডিজির মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইউএনডিপির সুদীপ্ত মূখার্জি, ড. শামসুল আলম।
মন্ত্রী বলেন, আমরা সরকারি খাস জমি, খাল, ইজারাদারদের হাতে তুলে দিচ্ছি। সাধারন মানুষ ওই সব খাল বা বিলে জাল দিয়ে মাছ ধরে খেতে পারতো। তিনি বলেন, আর্জেন্টিনাতে প্রতি তিনজনে একজন গরীব।
সানবিডি/ঢাকা/এসএস