ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএমপি কমিশনার সৌজন্য সাক্ষাৎ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৭ ১৮:১৮:৫৮
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল এবং ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) গত ১৭ অক্টোবর ২০১৯ তারিখে একটি সৌজন্য সাক্ষাৎ অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র এসইভিপি ও মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান জনাব এটিএম তাহমিদুজ্জামান সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ডিএমপি কমিশনার ই-ট্রাফিক প্রসিকিউশনের সেবার ক্ষেত্রে ইউসিবি’র মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিসেস ইউক্যাশের কার্যক্রমকে আরো গতিশীল করতে বেশকিছু পরামর্শ প্রদান করেন। ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকও অঙ্গিকার করেন যে, ডিএমপি’র ডিজিটাল সেবার পরিসর বৃদ্ধি করতে ইউসিবি প্রতিনিয়ত বিভিন্ন উদ্ভাবনী সেবা ও কর্মপন্থা নিয়ে এগিয়ে আসবে।
সানবিডি/ঢাকা/এবিএস