ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির জয়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৯ ১৪:০৬:৩৭
ডি মারিয়ার জোড়া গোলে লিগ ওয়ানে নিসকে উড়িয়ে দিয়েছে পিএসজি। নিসকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে পিএসজি।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ম্যাচের পঞ্চাদশ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন ডি মারিয়া। মাঝমাঠে তাকে দারুণ এক পাস দিয়েছিলেন স্বদেশী সতীর্থ মাউরো ইকার্দি। বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন উইঙ্গার।
ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। বক্সের বাঁ দিকে তাকে উঁচু করে বল বাড়িয়েছিলেন মুনিয়ের। বাঁ পায়ে দারুণ এক চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
বিরতির পর ৬৭ মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল নিস। কিন্তু খানিক বাদে জোড়া ধাক্কা খায় তারা। তিন মিনিটের ব্যবধানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই স্বাগতিক খেলোয়াড়।
দুইজন কম নিয়ে আর পেরে ওঠেনি নিস। ৮৮ মিনিটে পিএসজিকে ৩-১ গোলে এগিয়ে দেন চোট কাটিয়ে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে। আর যোগ করা সময়ে গোল করে বড় জয় নিশ্চিত করেন ইকার্দি।
এই জয়ে নানতেসের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গেছে পিএসজি। দশ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলা নানতেস ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
সানবিডি/ঢাকা/এসআই