নোবিপ্রবি বিএনসিসি’র মহতি উদ্যোগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০১৯-১০-১৯ ১৬:১৮:২১


” আমার ক্যাম্পাস, আমি পরিষ্কার রাখব
যত্রতত্র ময়লা ফেললে, ছবি তুলে ছেড়ে দিব”

এই শ্লোগানে ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’ (বিএনসিসি) নোবিপ্রবি শাখা ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এক মহতি উদ্যোগ নিয়েছে।

আজ ১৯ অক্টোবর, (শনিবার) প্রশাসনের অনুমতি সাপেক্ষে, প্লাটুনের পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল ৮.০০ টা থেকে সিনিয়র-জুনিয়র ক্যাডেট বৃন্দের সমন্বিত প্রচেষ্টায় শুরু হয় এই বিরামহীন পরিচ্ছন্নতা কার্যক্রম।

জানা যায় প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে চলবে এই বিরামহীন পরিচ্ছন্নতা অভিযান। সাধারণ শিক্ষার্থীদেরও এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জািয়েছে নোবিপ্রবি বিএনসিসি।

সানবিডি/ঢাকা/ সুবি/এসআই