টপটেন থেকে ছিটকে পরলো ফেসবুক
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-২০ ১২:২০:১৪
ব্র্যান্ড হিসেবে সেরা দশ থেকে জায়গা হারিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। র্যাঙ্কিংয়ে ফেইসবুক নেমেছে ১৪ নম্বরে। মাত্র দুই বছর আগেও ফেইসবুকের অবস্থান ছিল শীর্ষ আট ।
চলতি বছরের শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকা প্রকাশ করেছে ওমনিকম ব্র্যান্ড কনসালটেন্সি ইন্টারব্র্যান্ড, সেখানে দেখা গেছে ফেইসবুকের এই অবনতি। এদিকে বছরের সেরা ব্র্যান্ডের স্থান দখল করে রেখেছে আরেক মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
ফেইসবুকের ব্র্যান্ড মূল্য ১১ দশমিক ৮ শতাংশ কমে ৩৯ হাজার ৮৫৭ মিলিয়ন মার্কিন ডলারে নেমে গেছে চলতি বছর, ফলে তাদের অবস্থানও নেমেছে।২০১৮ সালের ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ফার্মের পোনমন ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারিতে ৮৭ মিলিয়ন ব্যবহারকারী জড়িত থাকার পরে ফেইসবুকের প্রতি ব্যবহারকারীদের আস্থা ৬৬ শতাংশ কমে গেছে।
ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে কেবলমাত্র ২৮ শতাংশই বিশ্বাস করেছেন যে কোম্পানিটি গোপনীয়তা রক্ষা করে কাজ করে।অপরদিকে, শীর্ষস্থান দখলকারী অ্যাপলের ব্র্যান্ড মূল্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই লাখ ৩৪ হাজার ২৪১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
দ্বিতীয় স্থান দখল করে আছে গুগল। গুগলের ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ ৬৭ হাজার ৭১৩ মিলিয়ন ডলার হয়েছে।আর তৃতীয় স্থানে আছে অ্যামাজন। এছাড়া মাইক্রোসফট চতুর্থ, কোকাকোলা পঞ্চম এবং স্যামসাং তালিকার ষষ্ঠ স্থানে আছে।সপ্তম স্থানটি টয়োটা দখল করেছে। অষ্টম স্থানে আছে মার্সেডিজ , নবম ম্যাকডোনাল্ড এবং ডিজনি আছে দশম স্থানে।