স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২০ ১৫:৪৭:০৮
স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে “ইসলামিক ব্যাংকিংঃ কনসেপ্ট, প্রোডাক্টস্ অ্যান্ড সার্ভিসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
রোববার (২০ অক্টোবর) স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ব্যাংকের ব্রাঞ্চ অর্ফিৌসারদের অংশগ্রহণে দুই দিনব্যাপী “ইসলামিক ব্যাংকিংঃ কনসেপ্ট, প্রোডাক্টস্ অ্যান্ড সার্ভিসেস” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইসলামিক ব্যাংকিং উইং জনাব মোঃ ফরহাদ হোসেন এবং ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য জনাব মোঃ আমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এবিএস