শেয়ার ফ্রি হলেও বিক্রির সুযোগ নেই ফরচুনের
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-২১ ১৮:০৪:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের উদ্যোক্তা/পরিচালক এবং উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের হস্তান্তরকৃত ৩ কোটি ৫ হাজার শেয়ার ব্রিকয়যোগ্য (লক ফ্রি) হয়েছে। শেয়ার ফ্রি হলেও এ কোম্পানির শেয়ার বিক্রির কোন সুযোগ নেই।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ২০১৫ অনুযায়ী তা কখনো বিক্রয়যোগ্য নয়। যেহেতু নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। সেহেতু পরিচালকদের হাতে থাকা শেয়ার লকিং ফ্রি হলেও বিক্রি করার কোন সুযোগ নেই। এছাড়া পাবলিক প্লেসমেন্ট এর শেয়ার ১ বছর পূর্বেই লক ফ্রি হয়েছে এবং বাজারে লেনদেন হচ্ছে। এ সম্পর্কে কোম্পানির প্রসপ্রেক্টাসে বিস্তারিত উল্লেখ আছে। এই আইনের কারণে ফরচুন সুর শেয়ার ফ্রি হলেও বিক্রির সুযোগ নেই।
এ বিষয়ে কোম্পানির শেয়ার বিভাগের ইনচার্জ বলেন, আইন অনুযায়ী শেয়ার ফ্রি হলেও আমরা বিক্রি করতে পারছি না। এর পরেও কয়েকটি পত্রিকায় ফরচুনের শেয়ার বিক্রিযোগ্য হচ্ছে বলে যে নিউজ হয়েছে তা সঠিক নয়।
সানবিডি/এসকেএস