পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে জেএমআই

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২১ ১৩:০৩:০১


পুঁজিবাজার থেকে বুকবিল্ডিং পদ্ধতিতে অর্থ উত্তোলন করবে ৭৫ কোটি টাকা সংগ্রহের ঘোষণা দিয়েছে জেএমআইয়ের মেডিকেল ডিভাইস খাতের অংশীদারী প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আইপিওর রোড শোতে এসব তথ্য জানানো হয়েছে।

রোড শোতে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, জেএমআই বিনিয়োগকারীদের আমৃত্যু সাপোর্ট দেবে। আইপিও হচ্ছে ব্যবসা করার চেইন। বিনিয়োগকারীরা কোম্পানীতে যত বেশী অর্থ বিনিয়োগ করবে কোম্পানী ততো বেশী ব্যাবসায় সফল হবে।বিনিয়োগকারীদের জন্যই আমরা বেঁচে আছি।

তিনি বলেন, মেডিকেল ডিভাইসেসর অভ্যন্তরীণ ও বিশ্ববাজারে চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। সেই চাহিদা ও বাজার ধরতে জেএমআই নতুন নতুন মেডিকেল ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে। এতে এ খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা বৃদ্ধির পাশাপাশি প্রচুর আয়ও বাড়বে।

বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমতি পেলে সর্ব প্রথম প্রাতিষ্ঠানিক বিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি শুরু করবে। যে দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার বিক্রি শেষ হবে, সে দাম থেকে ১০ টাকা কমে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করার প্রস্তাব দেওয়া হবে। ৭৫ কোটি টাকা সংগ্রহের জন্য যতগুলো শেয়ার বিক্রি করা প্রয়োজন, ততগুলো শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

প্লান্ট ও মেশিনারিজ নিমার্ণে, ভূমি ক্রয় ও উন্নয়নে, বিল্ডিং তৈরিতে, ব্যাংক ঋণ পরিশোধ আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ  খরচ করা হবে।

জানা গেছে, কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। কোম্পানির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ৩৬ পয়সা (রিস্টেড)। আলোচ্য সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২৮ টাকা ৫৮ পয়সা ।

অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান সুরাইয়া আক্তার রিনা, ইস্যু ম্যানেজার জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা দীনা আহসান, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রহমান, আইপিওর রেজিস্ট্রার সিটিজেন সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

সানবিডি/এসকেএস