নোবিপ্রবিতে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদেরর কমিটি গঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০১৯-১০-২১ ১৩:০৭:৫২


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারি সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’। শেরপুর জেলাস্থ শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ ৪র্থ বারের মত কমিটি ঘোষণা করা হয়েছে।

শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হাদিউল ইসলাম। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল আহমেদ, মৌসুমি আক্তার, মেহেদী হাসান মৃদুল, মোঃ খাইরুল ইসলাম এবং সন্দীপ সাহা।

‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুদীপ্ত সিংহ রায় অন্তু। যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সায়মা সুলতানা শান্তা, মোঃ মিল্লাত হোসাইন, মোস্তাফিজুর রহমান এবং মোঃ ইব্রাহিম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

৪র্থ বারের মত কমিটি গঠন করা এই ছাত্রকল্যাণ পরিষদের যাত্রা প্রসঙ্গে সভাপতি মোঃ হাদিউল ইসলাম বলেন – নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলার শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি করা, তাদের শিক্ষা সংক্রান্ত সমস্যা ও জটিলতা নিরসনে সর্বাত্মক চেষ্টা করা, পিকনিক, বাৎসরিক শিক্ষা সফর ইত্যাদি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আঞ্চলিক সম্পর্ক সুদৃঢ় করাই নতুন কমিটির মূল লক্ষ্য।

অপর এক বক্তব্যে সাধারণ সম্পাদক সুদীপ্ত সিংহ রায় অন্তু বলেন – পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে শিক্ষাক্ষেত্রে শেরপুর জেলার ভাবমূর্তি উজ্জ্বল করা, আঞ্চলিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে কাজ করা, সর্বোপরি শেরপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।

সভায় শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফাতেমাতুজ জুহারা ইভামনি, সহকারী গ্রন্থাগারিক মোঃ সেলিম মিয়া এবং শেরপুর জেলার অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসআই