ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২১ ১৬:০১:৫৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানিটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ৪২ লাখ ১ হাজার ৫৩০টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৫ কোটি ১৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের।
এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৭ লাখ ৭৭ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লাখ ২৯ হাজার টাকার, গ্রামীণফোনের ৭৯ লাখ ২৮ হাজার টাকার, ইনটেকের ৬ লাখ ৯০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ২৯ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১২ লাখ ৩২ হাজার টাকার, অলিম্পিকের ৪১ লাখ ৩ হাজার টাকার, পদ্মা অয়েলের ৪৭ লাখ ৬৫ হাজার টাকার, সুহৃদের ২৩ লাখ ৪৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ২০ লাখ টাকার এববং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস