টাঙ্গাইলে ঘুষ গ্রহণকালে হাতেনাতে রাজস্ব কর্মকর্তা আটক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২২ ১৭:১৩:৩৩
টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে দুদকের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ কার্যালয়ে অভিযান চালিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌসকে টাকাসহ আটক করে।
আটক মারুফ রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষিপুর গ্রামের মোসলেম আলী শেখের ছেলে।
জানা গেছে, জেলার ভুঞাপুর উপজেলার এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের ঘুষ দাবি করেন টাঙ্গাইল সার্কেল-২ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌস। পরে ওই ব্যবসায়ী ১৫ হাজার টাকা দিতে রাজি হয়। পরে বিষয়টি জানতে পেরে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে টাকাসহ মারুফকে হাতেনাতে আটক করে।
দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, তাদের কাছে অভিযোগ ছিল নতুন ভ্যাট আইনের আওতায় ১৩ ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য ঘুষ দাবি করছে ভ্যাট কর্মকর্তা। এই খবরের ভিত্তিতে তারা টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘুষের ১৫ হাজার টাকাসহ রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌসকে আটক করেন।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে দুদকের আইনে মামলা দায়ের করা হবে। যদি এর সাথে আরও কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।’
সানবিডি/ঢাকা/এসএস