একনজরে কোম্পানি লভ্যাংশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-২৩ ১৮:২৪:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত  অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-স্কয়ার ফার্মা লিমিটেড, স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্কয়ার ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৯  শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪২ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৩ পয়সা। এনএভি হয়েছে ৮৬ টাকা ৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্কয়ার টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। এনএভি হয়েছে ৩৮ টাকা ২ পয়সা।

কাশেম ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২  শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। এনএভি হয়েছে ৩৩ টাকা ১৮ পয়সা।

সানবিডি/ঢাকা/এসআই