বিনিয়োগকারীদের বিওতে জমা হয়েছে রিং সাইনের শেয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৩ ১৬:১১:৫৫


পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার  বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  আজ ২৩ অক্টোবর, বুধবার কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর রিং সাইনের আইপিও লটারির ড্র  অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীসহ মোট ৬৬০ শতাংশ আবেদন করেছিল।

সানবিডি/এসকেএস