নাম পরিবর্তন হচ্ছে মুন্নু জুট স্ট্যাফালার্সের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৩ ১৭:১৪:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্ট্যাফালার্সের নাম পরিবর্তন হচ্ছে। এ কোম্পানির মুন্নু জুট স্ট্যাফলার্সের পরিবর্তে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড নাম রাখার প্রস্তাব করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নাম পরিবর্তন সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় ইসলামপুর, ধামরাই, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ইজিএম শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং মহামান্য হাইকোর্টের অনুমতি পাওয়ার পর কোম্পানিটির নাম পরিবর্তন হবে বলে জানা গেছে।

সানবিডি/এসকেএস