সাপোর্ট দিতে একমত প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী
পুঁজিবাজারের জন্য দশ হাজার কোটি টাকার প্রস্তাব যাচ্ছে মন্ত্রণালয়ে
:: আপডেট: ২০১৯-১০-২৪ ১০:০১:১৩
পুঁজিবাজারের সূচক পতন যেন প্রতিদিনের রুটিন। নিয়মিতই কমছে সূচক, কমছে বিনিয়োগকারীদেও মূলধন। বাজারের প্রতি আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা। পুঁজিবাজারের চলমান সমস্যা সমাধান চায় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বাজারকে সাপোর্ট দিতে একমত হয়েছে তারা। চলমান তারল্য সংকট থেকে বের হওয়ার জন্য স্বল্প সুদে ঋণ চায় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
সূত্র মতে, চলমান সংকট থেকে উত্তরণের উপায় খুজতে বৈঠকে বসেছিলেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বৈঠকে সবাই ঐক্যমত পোষণ করেছেন বাজারকে সাপোর্ট দিতেই হবে। এর জন্য প্রয়োজন টাকা। এই সমস্যা সমাধাণের জন্য সরকারের কাছে দশ হাজার কোটি টাকা চায় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী।
কিছু শর্ত স্বাপেক্ষ্যে তাদেরকে এই তহবিল দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার বা আগামী রোববার অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের কাছে যাচ্ছেন তারা।
তাদের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো পুঁজিবাজারকে সাপোর্ট দিতে সরকার থেকে দশ হাজার কোটি টাকা চায়। এই টাকার মেয়াদ হবে কমপক্ষ্যে ৬ বছর । এর সুদ হতে হবে ৩ থেকে ৪ শতাংশ। আর ৫ হাজার ২০০ পয়েন্ট এবং দুই বছরের আগে কেউ শেয়ার বিক্রি করতে পারবে না। দুই বছর পর শেয়ার বিক্রি করে প্রথমেই সরকারের টাকা ফেরত দিবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিএসইর পরিচালক মো. ছায়েদুর রহমান সানবিডিকে বলেন, পুঁজিবাজারকে সাপোর্ট দিতে সবাই একমত। সবার মতামতের ভিত্তিতে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে দেখা করতে যাবে। সেখানে আমরা বাজারের পুরো চিত্র তুলে ধরবো।