রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল
আপডেট: ২০১৫-১১-২১ ১২:৪৬:০১
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ফাঁসি স্থগিতের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শিবিরের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী জামিল মাহমুদ ও জামায়াত নেতা আতাউর রহমান প্রমুখ।
ঢাকা মহানগর জামায়াতের ব্যানারে মোহাম্মাদপুরের বিক্ষোভ মিছিলে মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, হাজারীবাগ থানা আমীর শেখ শরিফসহ ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবরের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী যাত্রাবাড়ী জোনের ব্যানারে দয়াগঞ্জের বিক্ষোভে ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির আব্দুল মান্নানের নেতৃত্ব দেন। মিছিলটি রাজধানীর দয়াগঞ্জ এলাকা শুরু হয়ে গেণ্ডারিয়া রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
সানবিডি/ঢাকা/রাআ