চাঁদপুরের মতলবে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৬ ১৫:৪৪:১৪
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের প্রধানিয়া বাড়িতে গত ২৪ সেপ্টেম্বর রাতে অগি্নকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, অগি্নকাণ্ডে ওই বাড়ির আবু ইউসুফ, সিরাজ প্রধান ও আজিজুল হকের বসতঘর ও রান্না ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে অগি্নকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পেঁৗছানোর আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সানবিডি/ঢাকা/এসএস