নেপালকে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্নের তাগিদ প্রধানমন্ত্রীর
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-২৭ ১০:৫৬:০৭
বাংলাদেশ ও নেপালের ব্যবসা-বাণিজ্য প্রসারে দুই দেশের মধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন দুই দেশের প্রধানমন্ত্রীর এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাকু কংগ্রেস সেন্টারে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
শহীদুল হক দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর আলাপে কানেক্টিভিটি, বন্দর ব্যবহার, ব্যবসা-বাণিজ্য কী করে বৃদ্ধি করা যায় এবং বাংলাদেশ-ইন্ডিয়া-নেপাল-ভুটান (বিবিআইএন) প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘পিটিএ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- পিটিএ ইস্যুটা অনেকদিন থেকে নেপালের কাছে আছে। এটি দ্রুত শেষ করে ফেললে দুই দেশের বাণিজ্য আরো বাড়বে।’
বিবিআইএন কানেক্টিভিটি প্রসঙ্গে দুই প্রধানমন্ত্রীর আলোচনা বিষয়ে শহীদুল হক বলেন, ‘যদি ভুটানের এখন অসুবিধা হয় তবে বাকি তিন দেশ মিলে এটা করে ফেলতে পারি। ওরাও (নেপাল) এতে রাজি আছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন- আমিও এটা রেইজ করেছি, তোমরা রেইজ করো। এটা আমরা করে ফেলি।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘নভেম্বর মাসে রাষ্ট্রপতি আবদুল হামিদের নেপাল সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি নেপাল সফরে যাবেন নভেম্বরের ১১-১৪ তারিখে। ওই সময় যেন কিছু আউটকাম (ফল) হয়, সে বিষয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাপ হয়।’
বৈঠকে নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘দক্ষিণ-এশিয়ার যে স্থিতিশীলতা ও শান্তি-সবাই মিলে সেটা বজায় রাখতে হবে। এ ব্যাপারে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা আশা করেন নেপালের প্রধানমন্ত্রী, যেন স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকে।’
প্রসঙ্গত, ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাকু সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় দেশে ফিরবেন তিনি।
সানবিডি/ঢাকা/এবিএস